May 28, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

তীব্র শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা দীপঙ্কর দে

শুক্রবার সন্ধ্যায় তীব্র শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা দীপঙ্কর দে। তাঁর বয়স হয়েছে প্রায় ৭৫ বছর। এদিন সন্ধ্যা পৌনে সাতটা নাগাদ তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দীর্ঘদিনের বান্ধবী ও লিউ-ইন পার্টনার দোলন রায়কে বিয়ে করেন দীপঙ্কর দে। এরপরই তীব্র শ্বাসকষ্টের সমস্যার জন্য তাকে প্রথমে ইমার্জেন্সি ও তারপর আইসিসিইউতে ভর্তি করা হয়। সূএের খবর, বিশিষ্ট পালমনোলজিস্ট ডাঃ অংশুমান মুখোপাধ্যায়, বিশিষ্ট ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ ডাঃ শুশ্রুত বন্দ্যোপাধ্যায় প্রমুখ চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সেখানেই তাঁর বিভিন্ন রোগ ও রক্তপরীক্ষা চলছে বলে জানা যায়।