তাল পাতার বাশী বাজেয়ে অভিনব বিক্ষোভ। লকডাউনে কাজ হাড়ানো গরীব মানুষদের তিনমাস বিদ্যুৎ বিল মুকুব দাবিতে বিক্ষোভ বিদুৎ অফিস সামনে।উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ সুকান্ত মোড় অবস্থিত বিজেপির পাটি অফিসের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিজেপি সহর ও গ্রাম মন্ডলের নেতা কর্মিরা কালিয়াগঞ্জ বিদুৎ অফিস সামনে বিক্ষোভ ও ৩ মাসের বিদুৎ বিল মুকুব ও বিদুৎ উনিট প্রতি কম করা দাবি নিয়ে লিখিত অভিযোগ করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি জেলা নেত প্রদিপ সরকার, গৌতম বিস্বাস,
শহর মন্ডল সভাপতি ভবানি চরন সিংহ,সাধারণ সম্পাদক অমিত সাহা, তারনি কান্ত রায় সহ অনান্য।