মালদা , ড্রোন উড়িয়ে লকডাউন পরিস্থিতির নজরদারি চালানো মোথাবাড়ি থানার পুলিশ। শনিবার সকাল থেকে মোথাবাড়ির বিভিন্ন এলাকায় নজরদারি চালাতে ড্রোনের সাহায্য নেওয়া হয়। বাঙ্গিটোলা এলাকা থেকে পঞ্চনন্দপুর, মোথাবাড়ি স্ট্যান্ড, চৌরঙ্গী স্ট্যান্ড সহ একাধিক এলাকায় জমায়েত রয়েছে কিনা এবং লকডাউনকেউ অমান্য করছে কিনা, তারও তদারকাই করে পুলিশ । কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই তদারকি ড্রোনের মাধ্যমে করা হয় । যার ফলে পুলিশকে নজরদারি চালাতে অনেকটাই সুবিধা করে দিয়েছে।
এদিকে আকাশের ড্রোন উড়তে দেখেই লকডাউন অমান্যকারী পথচারী ও বাইক চালকেরা আগে থেকেই সতর্ক এবং সজাগ হয়ে এলাকা থেকে চম্পট দেয়। যেসব এলাকায় অবাঞ্ছিত মানুষদের চলাফেরা করতে দেখা গিয়েছে, সেখানে ড্রোনের সাহায্যেে নিয়ে পুলিশ ব্যাপক অভিযান চালায়। বিভিন্ন ঘটনায় অমান্যকারী ১০ জনকে আটক করেছে মোথাবাড়ি থানার পুলিশ।