করোনার পাশাপাশি ডেঙ্গু নিয়ে তৎপর প্রশাসন | ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যত ক্যালেন্ডার তৈরি করল রাজ্য প্রশাসন | অস্থায়ী ভিত্তিতে নিয়োগ হবে 1.13 লক্ষ্য ভেক্টর কন্ট্রোল কর্মী | পুর ও উন্নয়ন দপ্তর স্বাস্থ্যসহ বিভিন্ন দপ্তরের সমন্বয় সারা বছরই ডেঙ্গু নিধন কর্মসূচি পালন করে প্রশাসন | তবে এবার স্বাস্থ্য ভবন থেকে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, মারাত্মক ডেঙ্গু ও মাঝারি ডেঙ্গু প্রবণ, এই দুই ভাগে ভাগ করতে হবে | 300 বাড়ি পিছু থাকবেন থাকবেন 3 জন কর্মী | মার্চ মাস থেকে সপ্তাহে 5 দিন এই কর্মীরা বাড়িগুলি ও তার চারপাশ তদারকি করবেন |
More Stories
যাত্রীচাপ সামলাতে পরিষেবা বৃদ্ধির সিদ্ধান্ত নিল মেট্রোরেল কর্তৃপক্ষ
দক্ষিণবঙ্গে শীতের ছন্দপতন
30 ডিসেম্বর সন্দেশখালি যাচ্ছেন মুখ্যমন্ত্রী