December 22, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ডুমুরজলা স্টেডিয়ামের নাম এবার কিংবদন্তী ফুটবলার শৈলেন মান্নার নামে, ঘোষনা মমতার

শুক্রবার রাজ্য সরকারের ‘খেলরত্ন’ পুরস্কার অনুষ্ঠান। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে ক্রীড়া ব্যক্তিত্বদের সন্মান প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি আরও জানান, হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম প্রয়াত কিংবদন্তী ফুটবলার শৈলেন মান্নার নামে নামকরণ করতে চায়। সেই কারনেই সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। একই মঞ্চ থেকে এদিন তিনি শুভেচ্ছা জানান আই লিগ জয়ি মোহনবাগানকে এবং সাথে ইস্টবেঙ্গল ক্লাবকেও। এছাড়াও এদিন তিনি মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং-সহ ময়দানের একাধিক ক্লাবের ভূয়সী প্রশংসা করেন। জানা গিয়েছে, তিনি বলেন, ‘আগে তিন ক্লাবকে ৫০ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। আজ তাদের ২১ লক্ষ টাকা টোকেন হিসাবে দেওয়া হচ্ছে খেলাধুলোর উন্নয়নের জন্য।