” ডক্টরস ডে ” উপলক্ষে চিকিৎসকদের সম্মান জানাতে উদ্যোগী হল কলকাতা পুলিশ।
আজ টালিগঞ্জ ট্রাফিক গার্ডের কর্তব্যরত পুলিশ কর্মীরা রাস্তার চলতি গাড়ি দাঁড় করিয়ে গাড়ির পিছনের কাঁচে “Respect Doctor” লেখা স্টিকার সেটা দেন।
পাশাপাশি এদিন যাদবপুর থানার পুলিশ পৌঁছে যান KPC হাসপাতাল ও এম.আর.বাঙ্গুর হাসপাতালে। দুই হাসপাতালের চিকিৎসকদের ব্যাচ পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হয়।
শুধুমাত্র যাদবপুর থানা নয়, “ডক্টরস ডে ” উপলক্ষ্যে শহরের অন্যান্য থানার তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।