
ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষে ধূপগুড়ি মন্ডলের প্রাথমিক ও নিম্ন বুনিয়াদি বিদ্যালয় সমূহের শিক্ষক-শিক্ষিকা ও পার্শ্ব শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে অনুষ্ঠিত হল শিক্ষক দিবস উদযাপন।রবিবার ধূপগুড়ি কমিউনিটি হলে একটি অনুষ্ঠানের মধ্য ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন পালন এবং শিক্ষক দিবস পালন করা হয়।এদিন প্রদীপ প্রজ্বলন এবং ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।এদিনের অনুষ্ঠানের মাধ্যমে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের বিদায় সংবর্ধনা ও নবনিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের বরণ করা হয়েছে।এদিনের
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ আই বরুন মজুমদার,ধূপগুড়ি মন্ডলের অবর বিদ্যালয় পরিদর্শক তাপস দাস,ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার,ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং,জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মমতা সরকার বৈদ্য ,বিশিষ্ট শিক্ষক ইভান দাস,অশোক বর্মন সহ শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ৷
শিক্ষক দিবস উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক রাজর্ষি চ্যাটার্জী জানায় এদিন ধূপগুড়ি মন্ডলের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি নবনিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের আনুষ্ঠানিক ভাবে বরণ করা হয়।
More Stories
জোড়া ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহভর বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ
বদলে গিয়েছে আবহাওয়া
তিনজন সদস্যের মৃত্যুর ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য