শ্রীরামপুরে তৃণমূল কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু। ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় রমা নাথ নামে ওই কাউন্সিলরের। ঘটনাটি ঘটেছে, সোমবার সকালে। সূত্রের খবর, সোমবার বেলা সাড়ে ১১ টা নাগাদ হাওড়াগামী শেওড়াফুলি লোকাল শ্রীরামপুর স্টেশন ছেড়ে এগোতেই ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই মহিলার। খবর পেয়েই ঘটনাস্থলে যায় শেওড়াফুলির জিআরপি। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনা নাকি আত্মঘাতী হয়েছেন ওই কাউন্সিলর তা খতিয়ে দেখছেন পুলিশ।