ভলভো এসি, নন এসি বাস এবং ভেসেলে এবারও পুজোয় ঠাকুর দেখা দেখাবে পরিবহণ দপ্তর। তবে ট্রামে চড়ে পুজো পরিক্রমা আর হবে না দর্শনার্থীদের। কারণ পুজোয় গড়াবে না ট্রামের চাকা। অন্যান্যবার এসি ট্রামে চড়ে শহরে পুজো পরিক্রমার প্যাকেজ পরিবহণ দপ্তর তরফে করা হলেও এবার হচ্ছে না। দফতরের কর্তারা জানাচ্ছেন, এমনিতেই শহরের বেশিরভাগ রুটে ট্রাম বন্ধ। গোটা দুই রুটে তা চললেও অনিয়মিত। এই পরিস্থিতিতে পুজো পরিক্রমা থেকেও বাদ পড়েছে কলকাতার নস্টালজিয়া।
পুজোর সময় যানজটের আশঙ্কায় বেশ কয়েকবছর ট্রাম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল। তবে গতবছর ফের ট্রামে চড়ে ঠাকুর দেখানো শুরু হয় দর্শনার্থীদের। এসপ্ল্যানেড-শ্যামবাজার এবং এসপ্ল্যানেড-গড়িয়াহাট রুটে সপ্তমী, অষ্টমী এবং নবমী রাত ১০টা থেকে এসি ট্রামে সফর করেছেন সাধারণ মানুষ। এবার তা হবে না। এবার অবশ্য বিলাসবহুল ভলভো এবং নন এসি বাসে পুজো পরিক্রমা শুরু হবে ষষ্ঠী থেকেই। যেহেতু অষ্টমী-নবমী একই দিনে তাই একদিন আগেই শুরু হচ্ছে পরিবহণ দপ্তরের ঠাকুর দেখানো। শহরের নামী পুজো, বনেদী বাড়ির পুজো, কামারপুকুর, জয়রামবাটির পুজো জলপথে ঠাকুর দেখানো-সহ বিভিন্ন প্যাকেজ বানিয়েছে পরিবহণ দপ্তর।
More Stories
আর জি কর কাণ্ডের প্রতিবাদে কলম ধরলেন মুখ্যমন্ত্রী
রাজ্যের প্রায় সব জেলাই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি
রেলযাত্রীদের জন্য বড় সুখবর