July 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

ট্রাক ও মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত পাঁচ জন

ট্রাক ও মালবাহী লরির মুখোমুখি সংঘর্ষ। গুরুতর আহত পাঁচ জন।আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের হরি মন্দির সংলগ্ন এশিয়ান হাইওয়েতে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ধুপগুড়ি দিক থেকে একটি মালবাহী লরি গয়েরকাটার দিকে যাওয়ার পথে ধূপগুড়ি গামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।গাড়ি দুটির গতিবেগ এতটাই ছিল যে ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং মালবাহী লরিটি রাস্তার পাশে নয়ানজুলিতে পড়ে যায়।দুর্ঘটনার বিকট শব্দে এলাকাবাসীরা দৌড়ে আসে।দুর্ঘটনার খবর দেওয়া হয় ধুপগুড়ি থানা ও দমকল কেন্দ্রের।ঘটনাস্থলে দমকল কেন্দ্রের কর্মীরা পৌঁছে গুরুতর আহত পাঁচ জনকে গাড়ির ভেতর থেকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনাস্থলে ধুপগুড়ি থানার পুলিশ পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় বাসিন্দারা জানায় বিকট শব্দে দৌড়ে এসে তারা দেখতে পায় দুটি গাড়ি দুর্ঘটনার মুখে পড়েছে।আহতদের উদ্ধার করে গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। এখনো পর্যন্ত পাঁচজনের পরিচয় জানা যায়নি তারা কোথাকার বাসিন্দা।