September 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

টোটো চালক এর মৃত্যুতে, শাস্তির দাবিতে থানা ঘেরাও বালুরঘাট আদিবাসীদের

দক্ষিন দিনাজপুর জেলা বালুরঘাটে আদিবাসীদের থানা ঘেরাও । চরম উত্তেজনা। অস্ত্র নিয়ে পথ চলতি মানুষকে গাড়িকে ধাওয়া আদিবাসীদের।জানাযায়,
গতকাল দুই টোটোচালকের মধ্যে মারামারি ফলে কালিয়ান কাচুয়া নামে এক টোটোচালকের মৃত্যুর ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ বালুরঘাট দেখায় থানায়। আদিবাসী এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছে। ফোর্স থাকলেও তা কার্যত দর্শকের ভূমিকায় পুলিশ।বালুরঘাট থানার সামনে আদিবাসীদের বিক্ষোভ কে কেন্দ্র করে চরম উত্তেজনা একাধিক দোকান ভাঙচুর প্রকাশ্যে লাঠি হাতে অস্ত্র হাতে মানুষের দিকে তেড়ে যাচ্ছে আদিবাসীরা পুলিশের সামনেই। পুলিশ কার্যত দর্শকের ভূমিকায়।
অভিযোগ কারি দের বক্তব্য গত কাল থানার সামনে যাত্রি তোলা নিয়ে বচসা বাধে।এই বচসা হাতাহাতি তে পৌছলে এক টোটো চালক আরেক টোটো চালক কালিয়ান কাচুয়া কে মাথায় আঘাত করলে সে অসুস্থ হয়ে পড়ে।এলাকা বাসিন্দারা তাকে দ্রুত হাস্পাতালে নিয়ে যেতে কালিয়ান কাচুয়া মারা যায়।চিকিতসক তাকে মৃত বলে ঘোষণা করে।
টোটো চালকের মৃত্যুর ১২ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত দোশি কে গ্রেপ্তার করতে পারেনি বালুরঘাট থানার পুলিশ।
অবি লম্বে দোশিকে গ্রেপ্তার করে তার শাস্তির দাবীতে স্বসস্ত্রে বালুরঘাত থানা ঘেড়াও করে বিক্ষোভ।