
আজ সকাল থেকেই মেট্রো এবং অন্যান্য গাড়ি করে টেট প্রার্থীরা এক্সাইড মোড়ে এসে জড়ো হতে থাকেন | একেবারে বিক্ষোভে তোলপাড় হয় রবীন্দ্রসদন এলাকার এক্সাইড চত্বর । চাকরিপ্রার্থীদের সরাতে গিয়ে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন পুলিশ | গোলমালে আহত হন একাধিক চাকরিপ্রার্থী |
প্রসঙ্গত, ২০১৪ সালের টেট পাস ঐসব চাকরিপ্রার্থীদের দাবি তাদের নিয়োগ দিতে হবে । এদিন পরিস্থিতির সামাল দিতে মোতায়ন করা হয়েছিল কয়েকশো পুলিশ কর্মী | সঙ্গে ছিলেন বেশ কিছু মহিলা পুলিশ | তবে বিক্ষোভকারীদের ভ্যানে তোলার পরও, তারা পুনরায় ভ্যান থেকে নেমে ফের রাস্তায় বসে পড়েন | পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে আসেন ডিসি সাউথ ও ডিসি সেন্ট্রাল | সবমিলিয়ে রণক্ষেত্রে পরিণত হয় এক্সাইড চত্বর |
More Stories
বঙ্গের উপর থেকে সরে মৌসুমি অক্ষরেখার অবস্থান ওড়িশায়
শোভনের আইনত স্ত্রী হিসাবেই রত্নার নামই থাকছে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় আমন্ত্রণ না পেয়ে অভিযোগ জানিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়