টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ বিজেপি কর্মি সমর্থক।
উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ ধনকোইল পঞ্চানন মোড়ে ১৮ নাম্বার বিজেপি মণ্ডল কমিটির সভাপতি তারনি কান্ত রায় উদ্যোগে রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে বিজেপি নেতা কর্মি সমর্থকরা বিক্ষোভ দেখান। কালিয়াগঞ্জ থানার উদ্যোগে পথ অবরোধ ও রাস্তা থেকে সরিয়ে দেওয়া হল বন সমর্থকদের কে। কিছুটা পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। পুলিশ কর্মি বাধা তে বন্ধ সমর্থক অবরোধ ও আন্দোলন তুলে নেন। পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ উঠিয়ে নেওয়া হয় বিজেপির বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মৃত্যুতেই উত্তর দিনাজপুর জেলা সহ রাজ্য বিজেপির পক্ষ থেকে ১২ ঘন্টা রাজ্য ব্যপি বন্ধ ডাকা হয়।
বিজেপি বিধায়েকর মৃতু তে ১২ ঘন্টা বন্ধ কে সাড়া দিয়েছে সাধারণ মানুষ ও দোকানপাট বন্ধ পালন করা হয়।
রাস্তায় দেখা মেলেনি বেসরকারি বাস। বাস স্ট্যান্ড বেসরকারি বাস লাইন দিয়ে দাড়িয়ে থাকা চিত্র দেখা মিলে।
যাত্রীদের কোন সমস্যা না হয় এই নিয়ে রাস্তা চল ছিল সরকারি বাস। সরকারি বাস পুলিশ পিকেটিং মাধ্যমে চলাফেরা করা হচ্ছিল পরিবহন দপ্তর ও পুলিশ প্রশাসনের উদ্যোগে। যাত্রীদেরকে পুলিশি পিকেটিং ও নিরাপত্তা মাধ্যমেই যাতায়াতের ব্যবস্থা করা হয়।