February 5, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

টাকা ও মোবাইল ছিনিয়ে পালাতে গিয়ে ধরা পরল এক নাবালক

মালদাঃ-প্রকাশ্য দিবালোকে মোবাইল এবং টাকা ছিনিয়ে নিয়ে পালানোর সময় জনতার হাতে ধরা পড়ল এক নাবালক। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কোতুয়ালি বাজার এলাকায়।

জানা যায়, বৃহস্পতিবার সকালে কোতুয়ালি বাজারে বাজার করতে এসে ইউসুফ আলী নামে এক ব্যক্তির বুক পকেট থেকে একটি মোবাইল ফোন ও পকেটে টাকা 3000 টাকা ভিড়ের মধ্যে দুই নাবালক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা। পালানোর সময় চিৎকার শুনে জনতার হাতে ধরা পড়ে যায় এক নাবালক। অপর একজন সেখান থেকে পালিয়ে যায়। উত্তেজিত জনতা নাবালককে চড় থাপ্পড় মেরে তার নাম ঠিকানা জানার চেষ্টা করলেও সে কিছুতেই পরিচয় দিতে চাইনি। পরে পুলিশকে খবর দিলে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে এসে নাবালককে থানায় নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে।