January 20, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

টাকার অভাবে ব্রেন টিউমার নিয়ে শয্যাশায়ী এক ব্যাক্তি

মালদাঃ- মালদহের বৈষ্ণবনগর থানার অন্তর্গত কুম্ভিরা অঞ্চলের বাসিন্দা দীনেশ সরকারের। পরিবারের এক মাত্র উপাজনের সম্বল দীনেশ বাবু, তার পরিবারে রয়েছে তিন ছেলে মেয়ে নিয়ে পাঁচ জনের পরিবার। দীনেশ বাবুর ছেলে মেয়ে সকলেই ছোট দুই ছেলে বয়স( ১২) ও (১৪) মেয়ের বয়স(১০)। তবে উপার্জনের এক মাত্র ভরসা দীনেশ বাবু বর্তমানে তিনি অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী। এখন সংসার চালানো দায় হয়ে পরেছে। অসুস্থ হওয়ার পরে দীনেশ বাবু প্রথমে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে যান প্রায় সপ্তাহখানেক ভর্তি থেকে বিভিন্ন রকমের চিকিৎসা করান।এরপর সিটি স্ক্যান করে রিপোর্টে জানতে পারেন তার বেন টিউমারে হয়েছে।তড়িঘড়ি তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কলকাতায় পাঠানো হয়। কিন্তু কোলকাতায় গিয়েও পরতে হয় সমস্যার মুখে। সেখানে গিয়ে জানতে পারেন দীনেশ বাবুর শরীরে থাবা বসায় করোনা ভাইরাস।সেখান থেকে যেতে হয় কোয়ারেন্টিন সেন্টারে। তবে স্বস্তির বিষয় করোনাকে জয় করে বাড়ী ফিরে আসেন দীনেশ বাবু ।তবে তার সাথে সাথে ফিরে আসে পুরোনা সেই সমস্যা, তার ব্রেন টিউমার। ব্রেন টিউমার থেকে সুস্থ হতে দরকার টাকা, আর টাকা জোগাড় করাটাই এখন সবচেয়ে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দীনেশ বাবু। তবে পরিবারে অন্যান্য আত্মীয় স্বজনরা এখন নদী ভাঙ্গনে দিশেহারা তাদেরও সাহায্য করার মতো কিছু নেই।দীনেশ বাবু নিজের থাকা কিছু বলতে ভিটামাটি ছাড়া সে ভবে কিছু নেই।মেলেনি কোন সরকারি সাহায্য। জল ভরা চোখে এখন চিকিৎসা জন্য তাকিয়ে রয়েছে সরকারি সাহায্য দিকে।