নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- অব শেষে জেলা পুলিশের সাফল্য, গতকাল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ব্লকের শেরহাটি গ্রামে গতকাল টাইম বোম নামক বস্তু উদ্ধার কান্ডের ঘটনায় পুলিশি তদন্তে মূল অভিযুক্ত নুর আলী নামের এক যুবককে গ্ৰেপ্তার করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। শুক্রবার এবিষয়ে জেলা পুলিশ সুপার সুনীল যাদব সাংবাদিক বৈঠক করেন, জানা গিয়েছে পাঁশকুড়ার বোমা কাণ্ডে যুক্ত মূল অভিযুক্তকে ৬ ঘণ্টার মধ্যে পাঁশকুড়ার রামগড় থেকে গ্রেপ্তার করা হয়েছে।অভিযুক্তের বাড়ি পাঁশকুড়া ব্লকের ঘোষপুর গ্রামে। তবে তিনি ইউটিউব দেখে এই বোমা তৈরি করেছেন বলে জানা যাচ্ছে। এদিন সাংবাদিক বৈঠকে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার সুনীল যাদব বলেন আমরা সমস্ত বিষয়টি খতিয়ে দেখে গতকাল রাত্রি আটটা নাগাদ মূল অভিযুক্ত কে গ্রেপ্তার করি, ইতিমধ্যেই অভিযুক্ত স্বীকার করে ফেলেছে সমস্ত বিষয় নিয়ে, অভিযুক্তকে আইনি ব্যবস্থা নেয়া হবে অন্য দিকে যে সব জিনিস উদ্ধার হয়েছে ল্যাবে পাঠানো হবে তদন্তের জন্য।