নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- টাইম বোমাকে ঘিরে আতঙ্ক ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার শেরহাটি গ্রাম। জানাগেছে বৃহস্পতিবার সকালে ঐ এলাকার এক প্রসিদ্ধ সিমেন্ট রড ব্যবসায়ী কার্তিক গাঁতাইতের ফোনে একি হিন্দী ভাষাতে উড়ো ফোন আসে। কার্তিক বাবুর অভিযোগ ফোনে ঐ ব্যক্তি জানায়, গোডাউনে কি আছে দেখে আসতে। এরপর তড়িঘড়ি কার্তিক বাবু নিজের গোডাউনে জান তারপরই চক্ষু চড়কগাছ হয় ঐ ব্যবসায়ীর। দেখাযায় দুটি টাইম বোমার আকৃৃতির কোন বস্তু। তারপরই পাঁশকুড়া থানার পুলিশকে বিষয়টি জানায় ওই ব্যবসায়ী। ঘটনাস্থলে এই মুহুর্তে বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে রেখেছে। আরো জানাগেছে বোম্বস্কয়াড ঘটনাস্থলে আসছে। এই ঘটনায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।