কিছুদিন আগে সস্ত্রীক টম হ্যাংকস জানিয়েছিলেন, করোনা যুদ্ধে শামিল হতে চান। করোনা রোগীদের চিকিৎসার স্বার্থে নিজেদের প্লাজমা দিতে চান বলে জানিয়েছিলেন তিনি। সঙ্গে এটাও বলেছিলেন তাঁদের প্লাজমা COVID-19 নিয়ে গবেষণার কাজে লাগে, তবে তাঁরা বাধিত হবেন। এবার তিনি সত্যিই প্লাজমা দিলেন। সম্প্রতি হলিউড অভিনেতা একটি প্লাজমা ব্যাগের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘গত সপ্তাহের এক ব্যাগ প্লাজমা। পেপারওয়ার্কসের পর এটা ঠিক দুপুরে ঘুমনোর মতোই সহজ।’ গবেষণার কাজে তাঁর প্লাজমা লাগবে কিনা তা এখনও জানা যায়নি। তবে টম হ্যাংকসের প্লাজমা করোনা রোগীদের চিকিৎসার স্বার্থে কাজে লাগবে বলে খবর।