March 22, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন রাজ্যসভার তৃণমূলের সাংসদ তথা মালদা জেলা তৃণমূলের সভানেত্রী

মালদাঃ- জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারকে একহাত নিলেন রাজ্যসভার তৃণমূলের সাংসদ তথা মালদা জেলা তৃণমূলের সভানেত্রী মৌসম বেনজির নূর। শহরের রথবাড়ি এলাকায় তৃণমূল কার্যালয় নূর ম্যানশনে এক সাংবাদিক বৈঠক করে পেট্রোল ডিজেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধি সহ একাধিক অভিযোগ নিয়ে বিজেপি সরকারকে একহাত নেন তিনি। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বর্তমানে এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখে আমাদের দেশ। তারপরও দিনদিন বেড়ে চলেছে জ্বালানির দাম। এমত অবস্থায় সমস্যায় পড়েছেন মধ্যবিত্তরা।
তার পাশাপাশি এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলার করোনা পরিস্থিতির কথাও তুলে ধরেন।