March 20, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

জেলার রক্ত সংকট মেটাতে ‘সংস্কৃতি A CULTURAL AND SOCIAL WELFARE GROUP’ এর উদ্যোগে বালুরঘাটের কাছারি রোড এর আন্দোলন সেতুর প্বার্শে একটি রক্তদান শিবির সুসম্

জেলার রক্ত সংকট মেটাতে ‘সংস্কৃতি A cultural and social welfare Group’ এর উদ্যোগে বালুরঘাটের কাছারি রোড এর আন্দোলন সেতুর প্বার্শে একটি রক্তদান শিবির সুসম্পন্ন হলো। শিবিরে মোট রক্তদাতা 50 জন। রক্তদাতাদের মধ্যে মহিলা 5 জন ও পুরুষ 45 জন।
রক্তদানের পর ‘সংস্কৃতির’ পক্ষ থেকে প্রত্যেকে রক্তদাতার হাতে সার্টিফিকেট, শুকনো খাবার একটি করে চারাগাছ প্রদান করা হয় বনোমহৎসব সপ্তাহ পালনের জন্য ।
শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শুভেন্দু সরকার ও শিক্ষাবিদ প্রবীর ঘোষ, ব্রতময় সরকার (ভারতীয় রেড ক্রস সোসাইটি) প্রদীপ সাহা (৭৬ বার রক্তদানকারী), শিক্ষক অরুণাভ রায়, শিক্ষক বিপুল বর্মন, ভানু সেন গুপ্ত, গৌতম রায় সহ প্রমুখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।