জেলার ব্লাড ব্যাংকগুলোতে রক্তসঙ্কট দূর করতে এগিয়ে আসলো গঙ্গারামপুরের বেশ কিছু যুবক।সেই মতো বুধবার একটি কর্মসূচির মধ্যে দিয়ে স্বেচ্ছায় রক্তদান করলো গঙ্গারামপুরের ১২জন যুবক। উল্লেখ্য করোনা মোকাবিলায় গত ৪মাস ধরে গোটা দেশের সাথে সাথে রাজ্য জুড়ে চলছে লকডাউন। লকডাউনে মাঝে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ও বালুরঘাট ব্লাড ব্যাংকে দেখা দিয়েছে রক্তসঙ্কট। সেই রক্ত সংকট দূর করতে এগিয়ে এসেছে বিভিন্ন বেসরকারি সংগঠন,ক্লাবগুলি। এবারে গঙ্গারামপুর ব্লাড ব্যাংকে রক্তসঙ্কট দূর করতে এগিয়ে আসলো গঙ্গারামপুরের কিছু যুবক।এদিন একটি কর্মসূচির মধ্যেদিয়ে রক্তদান করলো ১২জন যুবক।