প্লাজমা থেরাপির মাধ্যমে করোনা রোগীর চিকিৎসা শুরু হতে চলেছে দক্ষিণ দিনাজপুরে। এদিন বালুরঘাটের দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে প্লাজমা সংগ্রহ শুরু হয়। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট ব্লাড ব্যাংকেরই মেডিকেল অফিসার রমিত দে জেলায় প্রথম প্লাজমা দান করেন।
দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক সুকুমার দে জানান, জেলায় প্লাজমা সংগ্রহ শুরু হয়েছে। আগামীতে জেলায় করোনা রোগীদের প্লাজমা থেরাপি প্রয়োগ করা হবে।