September 8, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

জওহরলাল নেহরু বিশ্ববিদ‌্যালয়ে বাম পড়ুয়ার উপর হামলার অভিযোগ এভিবিপি উপর

জওহরলাল নেহরু বিশ্ববিদ‌্যালয়ে বাম পড়ুয়ার উপর হামলার অভিযোগ এভিবিপি উপর। যদিও অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি এবিভিপি সদস্যদের। এদিনের এই ঘটনায় বাম ছাত্র সংসদ সভাপতি ঐশী ঘোষের অভিযোগ, নর্মদা হস্টেলে ঢুকে রাঘিব ইকরাম নামে এক ছাত্রকে মারধর করে এবিভিপি-র সদস‌্যরা। জানা গিয়েছে আহত রাঘিব ইকরাম এমএ দ্বিতীয় বর্ষের ছাত্র। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। তবে এই ঘটনায় রাঘিবের ভাইয়ের অভিযোগ, হামলাকারীরা রাঘিবকে নিরুদ্দেশ করে দেওয়া হবে হুমকিও দিয়েছে। সূএের খবর, বাম ছাত্র সংসদ সভাপতি ঐশী ঘোষ জানান, তাদের উপর হামলার দুসপ্তাহ হয়ে গেলও হামলাকারী একজনকেও গ্রেপ্তার করতে পারেনি দিল্লি পুলিশ। সূএের খবর, সোমবার বর্ধিত ফি প্রত‌্যাহারের দাবিতে দিল্লি হাই কোর্টে মামলা করে ছাত্র সংসদ। বুধবার তার শুনানি হবে।