July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

চোপড়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার পথে নামল দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষ

চোপড়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে এবার পথে নামল দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষ।
এদিন সকাল 11 টা নাগাদ তপন-বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে ভাড়িলা তে বিক্ষোভ দেখালেন এলাকার সাধারণ মানুষ। রাজবংশী সমাজের উপর লাগাতারভাবে ঘটে চলা অন্যায়ের প্রতিবাদে টায়ার জ্বালিয়ে, অভিযুক্ত ফিরোজ আলী র ফাঁসির দাবীতে বিক্ষোভ প্রদর্শন করে তারা।।।

   প্রসঙ্গত গতকাল সকালবেলা ; ইসলামপুর পুলিশ জেলার চোপড়া থানার অন্তর্গত সোনাপুর গ্রামের নাবালিকা ছাত্রী মাম্পি সিংহ(১৬) এর মৃতদেহ পাওয়া যায়। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী তাকে বিষ খাইয়ে ধর্ষণ করে খুন করা হয় ।এর প্রতিবাদে এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের  জন্য সিবিআই তদন্ত দাবি করে সাধারণ মানুষ। জবা রায়, প্রমিলা বর্মন এবং তারপর মাম্পি সিংহ হত্যার ঘটনায় নিন্দা জানায় সকল স্তরের মানুষ। এদিন ভারিলাতে  এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী অশোক বর্মন, রাহুল মন্ডল, মান্তু দত্ত, সন্তোষ বর্মন, দীপক বর্মন রা জানায় রাজবংশী সমাজের উপর ক্রমাগতভাবে অন্যায় অবিচার চলছে তার জন্য আমরা বাধ্য হয়েছি আজকে পথে নামতে। কিছুদিন আগেও রাজবংশী সমাজের প্রতিনিধি বিশ্ব দরবারে ভারতের নাম উজ্জ্বল করা স্বপ্না বর্মন কে বিনা কারণে অপমান করা হয়। তারপর হেমতাবাদ এর বিধায়ক দেবেন রায় কে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয় । লাগাতারভাবে রাজবংশী সমাজকে অপমান করা হতে থাকলে আমরা চুপ করে বসে থাকব না। আর আজকের এই স্বতস্ফূর্ত আন্দোলনে এলাকার সকল স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং অংশগ্রহণ প্রমাণ করে দিচ্ছে আগামী দিনে তারাও আর চুপ করে থাকবে না। আমরা চোপড়ার ঘটনার সিবিআই তদন্ত চাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই দল-মত নির্বিশেষে যেই হোক না কেন তারা যেন ছাড়া না পায়।