October 7, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

চোটের কারণে টিম ইন্ডিয়া থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ

চোটের কারণে টিম ইন্ডিয়া থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ। মঙ্গলবার মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের
ম্যাচে চোট পান পন্থ। ভারতের ইনিংসের ৪৪তম ওভারে প্যাট কামিন্সের একটি বাউন্সারে পুল করতে গিয়ে চোট লাগে
তাঁর। বল তাঁর ব্যাট ছুঁয়ে লাগে হেলমেটে। তখনও বলটিতে এতটাই গতি ছিল যে সেটি চলে যায় পয়েন্টে। সেখানেই
বলটিকে লুফে নেন অ্যাস্টন টার্নার। ২৮ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান টিম ইন্ডিয়ার উইকেটকিপার। তিনি
যখন প্যাভিলিয়নে ফিরলেন, তখনও বোঝা যায়নি কতটা গুরুতর তাঁর চোট। কিন্তু, ড্রেসিংরুমে যাওয়ার পরই ব্যথা অনুভব
করেন তিনি। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়। যারফলে উইকেটের পিছনে দেখা যায় কেএল রাহুলকে।
এই প্রথমবার জাতীয় দলের জার্সিতে কিপিং করতে দেখা যায় তাঁকে। বুধবার যখন পরের ম্যাচের জন্য রাজকোটে রওনা
দিল দল, তখন পন্থ চলে গেলেন বেঙ্গালুরুতে রিহ্যাবের জন্য। অর্থাৎ রিহ্যাবের নিয়ম অনুযায়ী তিনি সম্পূর্ণ ফিট হলে
তবেই খেলার সুযোগ পাবেন। ফিঞ্চদের বিরুদ্ধে শেষ ম্যাচ বেঙ্গালুরুতে ১৯ জানুয়ারি। আগামী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে
থাকবেন পন্থ। দ্রুত সুস্থ হলে শেষ ম্যাচে ফের ডাক পেতেও পারেন উইকেটকিপার।