March 20, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

চুরির অভিযোগে এক মুক-বধির যুবতীকে মারধরের অভিযোগ উঠলো বুনিয়াদপুরে

দক্ষিণ দিনাজপুর, চুরির অভিযোগে সন্দেহ বসত এক
মুক-বধির যুবতীকে মারধরের অভিযোগ উঠলো বুনিয়াদপুরে।
স্থানীয় সূত্রে জানাযায় বুনিয়াদপুর পৌরসভার ২নম্বর ওয়ার্ডের এক বাড়িতে গত কয়েকদিন আগে গহনা চুরির ঘটনা ঘটে।
ঘটনার পর চুরি যাওয়া বাড়ির লোকজন বংশীহারী থানায় লিখিত অভিযোগ না জানিয়ে মধ্যযুগীয় বর্বরতার সহিত এলাকারই এক মুক-বধির আদিবাসী যুবতীকে চোর সন্দহে পোলে বেঁধে বেধরক মারধর করে।
মারধরের ঘটনার পর থেকেই মুক-বধির ওই আদিবাসী যুবতীর অবস্থার অবনতি হতে থাকলে পরিবারের লোকজন রশিদপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে তাকে।
বুধবার ওই যুবতীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হতেই রশিদপুর গ্রামীণ হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে স্থানান্তরিত করেন।
ঘটনার পর ওই আদিবাসী যুবতীর পরিবারের লোকজনের লিখিত অভিযোগের ভিত্তিতে বংশীহারী থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছ।
শুধুমাত্র সন্দেহ বশত আদিবাসী মুক-বধির যুবতীকে মারধরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সমস্ত মহলে