June 4, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

চিকিৎসকের অভাবে ধুঁকছে বটুন গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র

সরকারি তরফে তৈরি করে দেয়া হয়েছে স্বাস্থ্য কেন্দ্র কিন্তু চিকিৎসকের অভাবে ধুঁকছে বটুন গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। কুমারগঞ্জ ব্লকের বটুন গ্রাম পঞ্চায়েতের কয়েক হাজার মানুষ নির্ভর করে এই স্বাস্থ্য কেন্দ্রের ওপর। করোনা আবহে লকডাউন এরপর থেকে পাঁচ মাস চিকিৎসা পরিসেবা না পেয়ে সমস্যায় পড়েছে গ্রামবাসীরা। বদ্ধ হয়েই গ্রামবাসীদের চিকিৎসা করাতে যেতে হয় সুদূর বালুরঘাট অথবা বরাহার হাসপাতালে।
গ্রাম্য এলাকায় স্বাস্থ্য পরিষেবা দিতে সরকারের তরফ থেকে বটুনে তৈরি করা হয়েছিল গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। কিন্তু আজ তা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এলাকাবাসীর অভিযোগ নামেই রয়েছে স্বাস্থ্য কেন্দ্র পুরনো ঘরগুলোয় চড়ে বেড়ায় গরু, জঙ্গলে ঘুরে বেড়ায় সাপ, পোকামাকড়। নতুন বিল্ডিং এর বাইরে নীল সাদা রং থাকলেও ভেতরে খসে পড়ছে চাঙড়। আর চিকিৎসার পরিসেবা তথৈবচ, করোনার শুরুর পর থেকেই আসেননা ডাক্তারবাবু। চিকিৎসা পরিসেবা পেতে সমস্যায় গ্রামের মানুষ।
এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরেই আসেনা ডাক্তার বাবু, দিদিমনিরা এসে ওষুধ দিয়ে গেলেও ডাক্তারবাবু না থাকায় সমস্যায় পড়তে হয় এলাকাবাসীদের। বাধ্য হয়ে চিকিৎসার জন্য দৌড়াতে হয় সদর শহর বালুরঘাট জেলা হাসপাতালে।