November 12, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

চালু হতে চলেছে মেট্রো পরিষেবা

মেট্রো পরিষেবা চালু হবে। সে ক্ষেত্রে ভিড় নিয়ন্ত্রণের উপরেই সব থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্য এবং মেট্রো কর্তৃপক্ষ আগামী কাল বৃহস্পতিবার বৈঠকে বসতে পারেন। মনে করা হচ্ছে, নিউ নর্মালে ১৫ সেপ্টেম্বর থেকে কলকাতায় মেট্রোর চাকা গড়াতে পারে। পরিষেবা চালু হলেও, প্রতি দিন পরিস্থিতি বুঝে মেট্রোর সংখ্যা নিয়ন্ত্রিত হবে বলে জানা গিয়েছে।

টোকেন ইস্যু করা হবে না। নতুন করে স্মার্ট কার্ডও দেওয়া হবে না। অনলাইনে অ্যাপের মাধ্যমে রিচার্জ করা যাবে স্মার্টকার্ড। করোনার কথা মাথায় রেখে এমনই চিন্তাভাবনা রয়েছে মেট্রো কর্তাদের। স্টেশনে যাতে ভিড় না হয়, যাত্রীরা যাতে বিধি মেনে চলেন, সে কারণে রাজ্য প্রশাসনের সাহায্য চাইতে পারে মেট্রো। স্টেশনে আরপিএফ নিরাপত্তার দায়িত্বে থাকে। স্টেশনের বাইরে থাকে কলকাতা পুলিশ। নতুন করে মেট্রো চালু হলে, ভিড় নিয়ন্ত্রণই সব থেকে চিন্তার কারণ বলে মনে করছেন মেট্রো কর্তৃপক্ষ।

যাত্রী এবং মেট্রো কর্মীদের মাস্ক পরা বাধ্যতামূলক।