কম্পিউটার শিক্ষকের চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে প্রতারণা করায় বালুরঘাটে পুলিশ সুপারের দ্বারস্থ প্রতারিত মহিলা। তপন থানার চকবৃন্দাবন গ্রামের উচ্চ মাধ্যমিক পাশ দিলরুবা খাতুনকে চাকরি দেওয়ার প্রলোভন দেখায় প্রতিবেশী এক যুবক ইরফান আলী মন্ডল। মহিলার অভিযোগ ২০১৮ সালের তিলন উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষকের চাকরি দেওয়ার নামে এক লক্ষ নব্বই হাজার টাকা নেয় ইরফান। এরপর দীর্ঘদিন কেটে গেলেও চাকরি তো দূর অস্ত টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেয় যুবক। বাধ্য হয়ে তপন থানায় অভিযোগ দায়ের করেন মহিলা এবং লকডাউন পরিস্থিতি থাকায় পোস্ট অফিসের মাধ্যমে অভিযোগ পাঠান জেলা পুলিশ সুপারের কাছে। নিজের টাকা ফেরত পেতে এবং প্রতারিত যুবকের উপযুক্ত শাস্তির দাবিতে শনিবার বালুরঘাটে পুলিশ সুপারের অফিসে দ্বারস্থ হলেন প্রচারিত মহিলা দিলরুবা খাতুন।