May 31, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

চলে গেলেন স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায়

টলি পাড়ায় ফের শোকের ছায়া | একের পর এক তারকার মৃত্যু হয়েছে | এবার প্রয়াত হলেন বাংলা সিনেমার স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেতা অমরনাথ মুখোপাধ্যায় | দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত সমস্যায় ভুগছিলেন তিনি |

বৃহস্পতিবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। শুক্রবার মায়ানগরীতে অমরনাথের শেষকৃত্য সম্পন্ন হয়েছে । প্রসঙ্গত কখনো বা ইতিবাচক ভূমিকায় কখনো বা নেতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকের মন কেড়ে নিয়েছেন তিনি | উত্তম সুচিত্রা থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় সকলের সঙ্গে অভিনয় করেছেন | বসন্ত বিলাপ, মৌচাক, স্বয়ংসিদ্ধা প্রভৃতি সিনেমায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি |