নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো গোটা এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় পূর্ব মেদিনীপুর জেলার এগরার সুপার স্পেশালিটি হসপিটাল রোডে একটি চলন্ত মারুতি গাড়িতে হঠাৎ আগুন লেগে যাওয়ায়, এবং ওই ঘটনার পরিপ্রেক্ষিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে, জানা যায় মারুতি গাড়িটি পটাশপুর থেকে এগরার দিকেই যাচ্ছিল, এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের কাছেই রাস্তার ওপর আচমকাই ধোঁয়া বের হতে থাকলে, চালক গাড়িটিকে তৎক্ষনাৎ থামিয়ে তড়িঘড়ি করে যাত্রীদের নামিয়ে দুরে সরে যায়, তাঁর কিছু সময়ের মধ্যেই আগুন লেগে জ্বলতে থাকে গাড়িটি, যাঁর ফলে বেশ কিছু সময় ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে। রাস্তার দুপাশে মানুষজন কৌতূহল বশত ভিড় জমায় কিন্তু তাঁর কিছু সময় পরেই গাড়িটির বিকট শব্দে বিস্মরণ ঘটে বলে জানা যায়। এমন ঘটনা ঘটতেই শোর গোল পড়ে হাসপাতাল লাগোয়া এলাকায়। কি কারনে এমন ঘটনা ঘটল তা প্রত্যেকের অজানা, তবে ধারনাবশত অনুমান গাড়িতে পেট্রোলের পরিবর্তে গ্যাস দ্বারা চালিত, সে ক্ষেত্রে গাড়িটির ভেতরের গ্যাস সিলিন্ডার লিক হয়ে গ্যাস বের হওয়ার সাথে সাথে আগুন ধরে যায়, পরে বিস্ফোরণ ঘটে। তবে বেআইনি ভাবে বিনা পারমিটে এমন গ্যাসগাড়ি অনেকেই ব্যবহার করে, প্রশাসন যেন তাঁর যথাযথ ব্যবস্থা নেয়, এমনটাই দাবি এলাকার মানুষ জনের। তবে এঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।