February 24, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গ্রেপ্তার ফেনসিডিল পাচার চক্রের মূল পান্ডা

নিজস্ব প্রতিনিধি, মালদাঃ ফেনসিডিল পাচারচক্রের মূল পাণ্ডাকে গ্রেপ্তার করল এনসিবি। ধৃত ব্যক্তিকে আজ মালদা জেলা আদালতে পেশ করেছে এনসিবি। আইনজীবী সুদীপ্ত গঙ্গোপাধ্যায় জানান, “২০১৯ সালের ৫ নভেম্বর এনসিবির একটি দল গাজোলে হানা দিয়ে এক ট্রাক বোঝাই ফেনসিডিল উদ্ধার করে। সেই ট্রাক থেকে ২৫ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই ঘটনায় কমশেল মাঝি, পঙ্কজ মিশ্র ও সোমু সরকার নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরপরেই সন্টু সাহা নামে এই কারবারের এক পাণ্ডার নাম উঠে আসে। দীর্ঘদিন ধরে এই ব্যক্তির খোঁজ চালাচ্ছিল এনসিবি। অবশেষে গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে এনসিবি তাকে গ্রেপ্তার করে। আজ ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।