October 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গ্রাম পঞ্চায়েতে অফিসে সরকারি পরিষেবা থমকে থাকায় পঞ্চায়েত অফিসে তালা ঝোলালো গ্রামবাসীরা

নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- গ্রাম পঞ্চায়েতে অফিসে সরকারি পরিষেবা থমকে থাকায় জন্য পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল এর লক্ষ্যা ১ নং গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝোলালো গ্রামবাসীরা। করোনা মহামারি জন্য দীর্ঘ চার মাস মহিষাদলের লক্ষ্যা ১ নং গ্রাম পঞ্চায়েত অফিসে প্রধান, উপ প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা এলেও আধিকারিকরা পঞ্চায়েত অফিসে আসছেনা। এর ফলে সরকারি পরিষেবা যেমন সমব্যাথী, রুপশ্রী, পরিচয় পত্র সহ বিভিন্ন কাজের জন্য পঞ্চায়েত অফিসে এসে ঘুরে যেতে হচ্ছে সাধারণ মানুষ জনকে। তাই শুক্রবার গ্রাম বাসীরা ক্ষিপ্ত হয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলো। তাদের অভিযোগ জনপ্রতিনিধির যদি করোনা মহামারির প্রকোপকে উপেক্ষা করে আসতে পারে আধিকারিকরা পারবে না কেনো। আধিকারিকরা না আসার ফলে সাধারণ মানুষ কেনো পরিষেবা থেকে বঞ্চিত হবে। আধিকারিকরা না এলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন নামবে গ্রামবাসীরা।