রবিবার সকালে গোয়ালপোখর থানার গতী গ্রামপঞ্চায়েত এলাকার ধান খেতে এক যুবকের মৃত দেহ উদ্ধার হয়। স্থানীয়রা দেহটি দেখতে পেয়ে পুলিসকে খবর দেয়। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে ইসলামপুর মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান দুষ্কৃতীরা খুন করার পরে প্রমান লোপাটের জন্য ধান খেতে দেহটি ফেলে দেয়।
পুলিস সূত্রে জানাগেছে মৃত মহম্মদ জাকির (৪৯) গোয়ালপোখরের বেতবাড়ি এলাকার বাসীন্দা।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারের দাবি, শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়েছিল। কাওকে টাকা ধার দিয়েছিল। সেই টাকা আদায়ের জন্য সে বেরহয়েছিল। রাতে বাড়ি ফেরে নি। সকালে গলাকাটা অবস্থায় দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় যুক্ত দোষিদের গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছে বিভিন্ন মহল।
বাইটঃমহঃসাদিক(মৃতের দাদা)