গোপনসুত্রে খবর পেয়ে বিহারের ব্যাঙ্ক ডাকাতির ৬ জন ডাকাতকে গ্রেফতার করল বীরভূম পুলিশ । ঘটনাটি বীরভূমের তারাপীঠে । শুক্রবার তারাপীঠের একটি বেসরকারি হোটেলে হানা দিয়ে এই ছয় ডাকাতকে গ্রেফতার করে তারাপীঠ থানার পুলিশ । ধৃতদের জেরা করে ডাকাত দলে থাকা আরো তিন জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । গত ২৮ জানুয়ারি বিহারের বৈশালী থানা এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কে ৪৫ লক্ষ টাকা ডাকাতি হয়েছিল । সেই ডাকাত দল তারাপীঠের একটি বেসরকারি হোটেলে আত্মগোপন করেছিল । বিহার পুলিশ গোপনসুত্রে খবর পেয়ে বীরভূম পুলিশের সঙ্গে যোগযোগ করে । সেইমতো শুক্রবার তারাপীঠ থানার পুলিশ অভিযান চালিয়ে এই ছয় ডাকাতকে গ্রেফতার করে ।