July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গোটা বিশ্ব জুড়ে হুহু করে বেড়ে চলেছে করোনা সংক্রামন, মৃত্যু ৩ লক্ষ ৪০ হাজার ছাড়িয়ে গিয়েছে


গত কয়েক মাস ধরেই করোনা ভাইরাসের দাপটে গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। শত চেষ্টা করেও প্রতিহত করা যাচ্ছে না এই ভাইরাসের সংক্রমণকে। এখনো পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৫৩ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। সাথে মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৪০ হাজারের বেশি মানুষের। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ লক্ষ ৬০ হাজারের বেশি মানুষ।

তবে গোটা বিশ্বের মধ্যে সবথেকে ভয়াবহ পরিস্থিতি আমেরিকায়। গোটা বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা বেশির ভাগটাই মৃত্যু হয়েছে আমেরিকায়। আক্রান্তের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে আমেরিকা। এখনো পর্যন্ত আমেরিকায় আক্রান্তের সংখ্যা ১৬ লক্ষ ৪৫ হাজার ৯৪ জনের। পাশাপাশি মৃত্যু হয়েছে ৯৭ হাজারের বেশি মানুষের। গত ২৪ ঘন্টায় আমেরিকা করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে প্রায় ১২০০ জনের।

অন্যদিকে আমেরিকার মধ্যে সবথেকে করুণ অবস্থার নিউ ইয়র্কে। সেখানে করোনা সংক্রামণের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৩ লক্ষ ৬৭ হাজার। সাথে মৃত্যু হয়েছে ২৯ হাজারের বেশি।

আমেরিকার পাশাপাশি ব্রাজিলেও হু হু করে বেড়ে চলেছে কোভিড ১৯ এর আক্রান্তের সংখ্যা। গোটা বিশ্বে আক্রান্তের তালিকায় রাশিয়াকে ছাপিয়ে গিয়েছে ব্রাজিল। আমেরিকার ঠিক পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৩২ হাজার। সাথে মৃত্যু হয়েছে ২১ হাজার ১১৬ জনের। ব্রাজিলের পরই তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। সেখানে আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ২৬ হাজার। মৃত্যু হয়েছে ৩ হাজার ২৪৯ জনের।