May 29, 2023

TV Bangla New Agency

Just another WordPress site

গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘীরে এলাকায় চাঞ্চল্য! ঘটনাস্থলে পুলিশ

শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর:- পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের জোড়াগেড়িয়া ফাঁড়ির অন্তর্গত পানিয়ারা এলাকায় এক গৃহবধুর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ।

পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাকে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বধূর মৃতদেহ সংগ্রহ করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তবে মৃত্যুর কোন কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তাই পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

পরবর্তী ক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে পুলিশ সূত্রে খবর। গৃহবধূর মৃত্যু নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়।শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

তবে মৃত গৃহবধূর দাদার অভিযোগ তার বোনকে কে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানা বোনের শ্বশুরবাড়ি থেকে কেউ ফোন করে তাকে জানায় যায় তোমার বোন গলায় দড়ি দিয়েছে। তড়িঘড়ি ভাই ও তাঁর পরিবারের লোকেরা মেয়ের বাড়িতে এসে দেখে মেয়ের শ্বশুর বাড়িতে কাউকে নেই । বাড়ির ভেতর দিদিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ভাই।

সত্যি কি খুন করা হয়েছে নাকি মৃত্যুর পেছনে রয়েছে বড় কোনো রহস্য!? তা খতিয়ে দেখছে জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ।