মালদা: গুরুতর জখম ষাঁড়ের চিকিৎসায় এগিয়ে এল এলাকার বাসিন্দারা। বাড়িয়ে দিল সহানুভূতির হাত। মালদহের চাঁচলের ঘটনা। জানা যায়, এদিন এলাকায় একটি ষাঁড়কে গুরুতর জখম অবস্থায় দেখা যায়। ষাঁড়টির পায়ে ক্ষত রয়েছে। ক্ষতস্থান দিয়ে প্রচুর পরিমাণে রক্ত ঝরছে।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখার পরই চাঁচল থানায় খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তাঁরা তৎক্ষণাৎ পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন। পশু চিকিৎসক এসে ষাঁড়টির চিকিৎসা শুরু করেন। ক্ষতস্থানে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়। দেওয়া হয় ওষুধ পত্র । পরে ষাঁড়টিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় । সময়মতো থানায় খবর দেওয়ার জন্য স্থানীয় বাসিন্দাদের সাধুবাদ জানান পুলিশ কর্মীরা। পশুপ্রেমীদের সংগঠনের পক্ষ থেকেও বাসিন্দাদের সাধুবাদ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।