নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- গাছের ভিতর থেকে বের হচ্ছে আগুনের ফুলকি। আর এই আগুন দেখে গ্রামের মানুষরা আতঙ্কিত, এমনই এক ঘটনা লক্ষ্য করে গেল পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার বাবুয়া মহিষগোড গ্রামে। রীতিমতো এই দৃশ্য দেখার পর যথেষ্ঠ আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা, গ্রামবাসীরা এই দৃশ্য দেখার পর খবর দেওয়া হয় কোলাঘাট থানার। কোলাঘাট থানার পুলিশ এবং কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট থেকে একটি দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে অবশ্য জানা যায় যে পশু শিকার করার সময় গাছে আগুন ব্যবহার করেছিল পশু শিকার কারীরা। সেই আগুন কোনক্রমে শুকনো গাছের আগুন লেগে যায়। তা থেকেই আগুন ছড়ায় বলে জানান এলাকাবাসী ও দমকল। তবে কোনো বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বলে ধারণা গ্রামবাসীরা। কারণ যেখানে আগুন লাগে তার পাশেই জনবসতি। এখানে কোন বড়ো সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো বলে ধারণা এলাকাবাসী।