April 26, 2025

TV Bangla New Agency

Just another WordPress site

গাইকা নেহা কক্করের সাথে ছেলের বিয়ে ঠিক করলেন বাবা উদিত নারায়ণ

গাইকা নেহা কক্করের সাথে ছেলে আদিত্য নারায়ণের বিয়ে ঠিক করলেন বাবা উদিত নারায়ণ। ইন্ডিয়ান আইডল এর মঞ্চে আদিত্য নারায়ণ এক প্রকার মজা করেই প্রেম নিবেদন করেছিলেন নেহা কক্করকে। তবে এই সিধান্তে গায়ক উদিত নারায়ণের সাথে সাথে তাঁর স্ত্রী দীপা নারায়ণেরও কোন আপত্তি নেই নেহাকে নিয়ে। পাশাপাশি আপত্তি নেই নেহার বাবা-মায়েরও। ইন্ডিয়ান আইডল এর মঞ্চে একটি পর্বে প্রতিযোগী অদ্রিজ ঘোষ “চন্না মেরেয়া” গানটি গাইতে শুরু করেন। গান শেষ হওয়ার পর, আচমকাই মাইক্রোফোন হাতে নিয়ে ওই একই গান গাইতে শুরু করে দেন নেহা। গান গাইতে গাইতেই চোখ ছল ছল করে ওঠে। তার মন খারাপ দেখে গায়িকার মন ভাল করতে মঞ্চে ওঠেন জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের পুত্র আদিত‌্য। এরপরই তিনি শুরু করেন “মুঝসে শাদি করোগি” গানটি গাইতে। এই ভাবে মুখে হাসি ফোটে গাইকা নেহার। তবে এখানেই শেষ নয়। এরপর মজার ছলেই আদিত্য ঘোষণা করেন, নেহাকে বিয়ে করে তবেই বাড়ি ফিরবেন, নচেৎ নয়।