গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করল গঙ্গারামপুর থানার পুলিশ। জানা যায় শুক্রবার সন্ধ্যা রাতে গঙ্গারামপুর থানার কাদিঘাট এলাকায় গাঁজা পাচারের সময় গঙ্গারামপুর পৌরসভার পশ্চিম হালদার পাড়ার বাসিন্দা সুকান্ত হালদার কে 5 কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানার পুলিশ । গাজা গুলির মূল্য প্রায় 50 হাজার টাকা | আজ পাচারকারী কে পাঠানো হবে গঙ্গারামপুর মহাকুমার আদালতে।