নিজস্ব সংবাদদাতা, গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক যুবতী । মৃতা যুবতীর নাম নাম দিশা সাহা। বয়স ১৮। বাড়ি বালুরঘাট থানার সাহেবকাছারি এলাকায়। বুধবার দুপুরে গলায় ফাঁস লাগিয়ে ওই যুবতী আত্মঘাতী হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়। গোটা ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। মৃতার পরিবার সূত্রে জানা যায়, গত তিন মাস আগে বিয়ে হয়েছিল দিশার। তারপর থেকে সে বাবার বাড়িতেই থাকতো। মঙ্গলবার রাত্রে দিশার স্বামি ফোন করে জানায় তাকে আর সে ফেরত নেবেনা শ্বশুর বাড়িতে,বাবার বাড়িতেই তাকে থাকতে বলে। এরপরই বুধবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় বলে খবর।