June 18, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গলায় গামছার ফাঁস লাগানো এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঝাড়গ্রাম জেলা শহরে! চাঞ্চল্য এলাকায়

তৃণ্ময় বেরা, ঝাড়গ্রাম:

গলায় গামছার ফাঁস লাগানো এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বুধবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলা শহরের সত্যবানপল্লী এলাকায়। ঝাড়গ্রাম শহরের ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের মাঝখানে একটি কালভার্টের নিচে এলাকার মানুষজন দেখতে পায় ওই মৃতদেহ টিকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, ওই ব্যক্তির গলায় গামছার ফাঁস লাগানো ছিল। পরনে ছিল জামা ও জিন্স প্যান্ট। দুপুর আড়াইটা নাগাদ এলাকার মানুষজন দেহটিকে পড়ে থাকতে দেখে। ঘটনার পরেই এলাকার মানুষজন পুলিশে খবর দিলে ঝাড়গ্রাম থানার পুলিশ আসে ঘটনাস্থলে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে পাঠায়। মৃতদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই সেটি দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে যে, মৃত ওই ব্যক্তির নাম কানু। বয়স ২৮ থেকে ৩০ এর মধ্যে। বাড়ি ঝাড়গ্রাম শহরেরই সুভাষপল্লীতে। কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের বিভিন্ন দোকানে সে লেবারের কাজ করতো বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে ঝাড়গ্রাম থানার পুলিশ।