নিজস্ব সংবাদদাতা পূর্ব মেদিনীপুর:- এক মাঝ বয়সী ব্যক্তির আত্মঘাতী মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরির লাখী গ্রামের ঘটনা, জানা গেছে মৃত ব্যক্তির নাম প্রবোধ কর, বয়স আনুমানিক ৬৫ বছর, আরো জানা যায় বাড়ি খেজুরি থানার লাখী গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার বাড়ির পাশে পুকুর পাড়ে পরিত্যক্ত গাছে তাঁকে গলায় দড়ি লাগানো অবস্থায় ঝুলতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় খেজুরি থানার পুলিশকে। খবর পেয়ে খেজুরি থানার পুলিশ ঘটনা স্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পারিবারিক অশান্তি ও দেনার দায়ে আত্মহত্যা করছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্য দিকে এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।