
গরু পাচারকারী জিজ্ঞাসাবাদের জন্য এবার তলব করা হলো অভিনেতা দেব কে | আগামী 15 ই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার তাকে হাজির হতে বলা হয়েছে | তদন্ত চলাকালীন কয়েকজনের বয়ান থেকে সামনে এসেছে অভিনেতা দেবের নাম | তার ভিত্তিতে দেবকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা | সেই কারণেই তাকে এক সপ্তাহের সময় দিয়ে নোটিশ পাঠিয়েছে সিবিআই |
More Stories
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমের মল্লারপুরে
পূবালী ও দক্ষিণ পূর্বের হাওয়ায় জলীয় বাষ্প ঢুকছে বাংলায়
পার্কস্ট্রিটের রেস্তরাঁয় আগুন