নোভেলকরোনা ভাইরাসের বহুল সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। আর তাতে বেশ কিছুটা হলেও বিপদে পড়েছেন সমাজের দিন আনা দিন খাওয়া মানুষরা। বিশেষত দরিদ্র ভিক্ষাজীবী মানুষদের দুবেলা খাবারের জোগান বেশ মুশকিলের হয়ে উঠেছে। তাই তাঁদের দিকে সাহায্যের হাত বাড়াতে এগিয়ে এসেছেন বেশ কিছু স্বেচ্ছাসাবী সংস্থা। ইতিমিধ্যেই ভারত সেবাশ্রম ও বেলুড় মঠের মত সংস্থা সাহায্যের হাত বাড়িয়েছেন। এবার সেই তালিকায় সংযোজন হল ইস্কনের নাম। মায়াপুরের বিখ্যাত ইস্কন মন্দির সংস্থার পক্ষ থেকে সোমবার প্রায় দেড় হাজার পথ শিশু ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে খাদ্য বিতরন করা হল। লকডাউন যত দিন চলবে তাঁদের এই কর্মসূচী তাঁরা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ইস্কন কর্তৃপক্ষ।