গভীর রাতে ফের বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা। কসবা থানার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে ঘটে এই দুর্ঘটনা। পুলিশ সূত্রে খবর, রাত্রি আনুমানিক সাড়ে বারোটা নাগাদ রুবির দিকে যাওয়া একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। এরপরই কসবা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক করে গাড়িটিকে। দুজন আরোহী ছিল বলে জানা গিয়েছে। তাদের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানো সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। গাড়িটি কোথা থেকে আসছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।