July 27, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গত 24 ঘন্টায় নিম্নমুখী দৈনিক সংক্রমণের হার

দৈনিক সংক্রমণের হার বেশ খানিকটা কমল গত ২৪ ঘণ্টায়। একদিনে সংক্রমণ নেমে এসেছে ৭৫ হাজারে। আরও স্বস্তি দিয়েছে সুস্থতার নয়া রেকর্ড। গত ২৪ ঘণ্টায় এক লাখেরও বেশি মানুষ কোভিডকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। তবে এই একদিনে মৃত্যু হয়েছে হাজারেরও বেশি মানুষের। একদিনে সংক্রমণ দেশে প্রায় ১ লক্ষের কাছাকাছি চলে গিয়েছিল। গত কয়েকদিন ধরে টানা ৯০ হাজারের উপরে থেকেছে একদিনের সংক্রমণ। সেটা সোমবার প্রায় ৮৭ হাজারে নেমে আসে। মঙ্গলবার সেই গ্রাফ আরও বেশ খানিকটা নামল। তবে মোট আক্রান্তের সংখ্যা ৫৫ লাখ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৭৫,০৮৩ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্য়া হয়েছে ৫৫,৬২,৬৬৪ জন। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৯,৭৫,৮৬১ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪৪,৯৭,৮৬৭ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১,০১, ৪৬৮ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৮০.৮৬%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮,৯৩৫। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১,০৫৩ জনের। মৃতের হার ১.৬০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ৯,৩৩,১৮৫ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।