October 10, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ৭৬ হাজার

বৃহস্পতিবার নতুন সংক্রমণ বেড়ে হয়েছিল ৭৫ হাজার। শুক্রবার হল ৭৭ হাজার। শনিবার তা সামান্য কমে সাড়ে ৭৬ হাজারের কাছকাছি চলে যায়। সঙ্গে দৈনিক মৃত্যুও গত কয়েক দিন ধরে হাজারের বেশি ছাড়াচ্ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় দেশে ৭৬ হাজার ৪৭২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। যার জেরে দেশের মোট আক্রান্ত হলেন ৩৪ লক্ষ ৬৩ হাজার ৯৭৩ জন। আমেরিকা ও ব্রাজিলের তুলনায় ভারতে রোজ বেশি লোক নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। এই ধারা গত ১০ দিন ধরেই অব্যাহত। আক্রান্তের নিরিখে বিশ্বে প্রথম স্থানে আমেরিকা। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। প্রতি দিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে সেটাকেই বলা হচ্ছে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার। দেশজুড়ে সুস্থ হয়েছেন ২৬ লক্ষ ৪৮ হাজার ৯৯৯।