December 21, 2024

TV Bangla New Agency

Just another WordPress site

গঙ্গারামপুর মহকুমা প্রশাসন এবং ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটির উদ্যোগে সামাজিক কর্মসূচী

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা ব্লাড ব্যাংকে রক্তের সঙ্কট মেটাতে উদ্যোগ নিল মহকুমা প্রশাসন এবং ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি। এই দিন মহকুমা প্রশাসন ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি ও বেস আন নুর মডেল স্কুলের মিলিত উদ্যোগে বুনিয়াদপুর সার্কিট হাউসে আয়োজিত হয় রক্তদান শিবির। মহকুমা এলাকার প্রায় ২৫ জন স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ গ্রহণ করেন।

এদিনের এই সামাজিক কর্মসূচীতে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মনোতোষ মন্ডল, মহকুমা পুলিশ আধিকারিক দীপ কুমার দাস, বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার, বেস আন নুর স্কুলের প্রতিষ্ঠাতা খাদেমুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ রাসনা উল আলম সহ অন্যান্য বিশিষ্টরা। সংকটের সময় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সব মানুষজন।